লাইফস্টাইল ডেস্ক : বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। ব্লকড হার্ট ধমনী (যা করোনারি ধমনী রোগ নামেও পরিচিত) এর একটি প্রধান কারণ। হৃৎপিণ্ডের নিজস্ব রক্তনালির কোনও শাখার কোনও এক অংশে ব্লক অর্থাৎ বাধা সৃষ্টি হলে হৃৎপিণ্ডের কিছু অংশে আর ঠিকভাবে রক্তসঞ্চালন হতে পারে না। একেই বলা হয় হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হঠাৎ হলেও রক্তনালি কিন্তু হঠাৎ করেই সরু হয় না। দীর্ঘদিন ধরে রক্তনালির ভেতরে চর্বি জমা হতে হতে রক্তনালি সরু হয়ে পড়ে। ফলে রক্ত প্রবাহ কম হয় এবং কিছু লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলো আগেভাগে চিহ্নিত করতে পারলে হার্ট অ্যাটাকের জটিলতা এড়ানো সম্ভব।
১। বুকে ব্যথা বা টান
ব্লকড হার্ট ধমনীর সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হলো বুকে ব্যথা বা টান অনুভব করা। শারীরিক কার্যকলাপের সময় আপনি এই অস্বস্তি অনুভব করতে পারেন, যেমন- হাঁটা বা ব্যায়াম করার সময়। কিছু ক্ষেত্রে ব্যথা বিশ্রামের সময়েও হতে পারে। যদি ব্যথা তীব্র হয় বা দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে।
২। শ্বাসকষ্ট
রক্তনালি সরু হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেনের অভাব হয়। এতে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। কোনও শারীরিক পরিশ্রম করার সময় বা বিশ্রাম নেওয়ার সময়ও শ্বাসকষ্ট হতে পারে।
৩। অস্বাভাবিক ক্লান্তি
ক্লান্তিকর কোনও না কাজ না করেও ক্লান্ত লাগা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এর অর্থ হৃদপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করছে না। রক্তনালি সরু হয়ে যাওয়ার কারণে রক্তপ্রবাহ কমে যায়, তখন শরীরকে আরও বেশি পরিশ্রম করতে হয়। যার ফলে সামান্য কোনও কাজ করলেও স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগে।
৪। মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা
ধমনী ব্লক হয়ে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্তপ্রবাহও বাধাগ্রস্ত হয়। এর ফলে মাথা ঘোরা বা হালকা মাথাব্যথার অনুভূতি হতে পারে। কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থাও দেখা দিতে পারে।
৫। দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন
হৃৎপিণ্ডের রক্তনালি সরু হতে থাকলে তার স্বাভাবিক ছন্দের পতন ঘটতে পারে। পুরো দেহে রক্তসঞ্চালনের কাজটা করার জন্য অতিরিক্ত দ্রুততার সঙ্গে স্পন্দিত হতে পারে হৃৎপিণ্ড। এতে বুক ধড়ফড় করার মতো লক্ষণ দেখা দিতে পারে। এর অর্থ কার্যকরভাবে রক্ত পাম্প করার জন্য লড়াই করছে হৃদযন্ত্র।
৬। ঠান্ডা ঘাম
কোনও কারণ ছাড়াই প্রচুর ঘাম হওয়া বা ঠান্ডা এবং আর্দ্রবোধ করা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হৃদযন্ত্রে রক্ত প্রবাহ বন্ধ থাকলে এটি ঘটতে পারে।
৭। শরীরের অন্যান্য অংশে ব্যথা
কখনও কখনও হৃদযন্ত্রের ধমনীতে ব্লক থাকার কারণে ব্যথা বুকে থাকে না। এটি কাঁধ, বাহু, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। এই ব্যথা শরীরের বাম দিকের পাশাপাশি অন্যান্য অংশেও দেখা দিতে পারে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।