পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন

পাওয়ার ব্যাংক

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পুজোয় সারা দিন বাইরে টইটই করে ঘুরে বেড়িয়ে মোবাইলের চার্জের বেহাল দশা। তা নিয়ে এখন অবশ্য খুব একটা ভাবনার কিছু নেই। সঙ্গে রাখতে হবে শুধু একটা পাওয়ার ব্যাঙ্ক। বাইরে গেলেও কিন্তু বেশ কাজে লাগে এই গ্যাজেট। তবে একটা কথা। বাজারে এখন অনেক রকম পাওয়ার ব্যাঙ্ক কিনতে পাওয়া যায়। ঠিকমতো দেখেশুনে না কিনলে কিন্তু কিছু দিন পরেই খারাপ হয়ে যেতে পারে আপনার সাধের পাওয়ার ব্যাঙ্ক। তাই কেনার আগে ভাল করে দেখে নিন এই বিষয়গুলি।

পাওয়ার ব্যাংক

স্মার্ট ফোনের ব্যাটারি

পাওয়ার ব্যাঙ্ক এবং আপনার ফোনের ব্যাটারির ক্ষমতা মিলিয়ে দেখে নিন। যদি আপনার ফোনের ব্যাটারি হয় ৫০০০ এমএএইচ, তবে পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে তার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। পাওয়ার ব্যাঙ্কটি যদি হয় ১০০০০ এমএএইচ ক্ষমতার, তবে মোবাইলে দু’বার চার্জ দিতে পারবেন।

ক্যাপাসিটি

আপনি কত ক্ষণ ফোন চার্জ দিতে পারবেন, তা নির্ভর করে আপনার পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটির উপর। ক্ষমতা যত বেশি হবে, তত বেশি ক্ষণ চার্জ দেওয়া যাবে।

এক সেশনের প্রস্তুতিতেই আফগানদের সামনে বাংলাদেশ

কানেক্টিভিটি

কানেক্টিভিটির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার ব্যাঙ্ক একই সময়ে অনেকগুলি যন্ত্রে কানেক্ট করা যায় কি না দেখে নিন। খেয়াল রাখুন যেন আপনার আই প্যাড থেকে মোবাইল, সব ক’টি ডিভাইসে পাওয়ার ব্যাঙ্ক সংযোগের সুবিধা থাকে।এই টিপসগুলি মাথায় রেখে পুজোর আগে কিনে ফেলতেই পারেন ফোনে চার্জ দেওয়ার মুশকিল আসান!