বোল্ড লুকের পোশাক নিয়ে কটাক্ষের শিকার এই অভিনেত্রী

সৌমিতৃষা কুন্ডু

বিনোদন ডেস্ক : ভারতের ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মিঠাই’। শুধু তাই নয়, বেঙ্গল টপার বাংলা ধারাবাহিকও ছিল এটি। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই রানির চরিত্রে তার অভিনয় আজও প্রতিটি ছোট পর্দার দর্শকের স্মৃতিতে একেবারে টাটকা। তার দুষ্টু-মিষ্টি চরিত্রই ছিল মিঠাই ধারাবাহিকের ইউএসপি।

সৌমিতৃষা কুন্ডু

উচ্ছেবাবু আদৃতের সঙ্গে মিঠাই সৌমিতৃষার অন স্ক্রিন কেমেস্ট্রি চুটিয়ে উপভোগ করত দর্শক। ধারাবাহিক শেষ হতেই বড় পর্দায় কাজের সুযোগ। দেবের বিপরীতে প্রদান ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। সময়ের পরিবর্তনের সঙ্গে সৌমিতৃষার লুকেও এসেছে আমূল বদল। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তার বোল্ড লুকের একাধিক নজির রয়েছে।

সৌমিতৃষা কুন্ডু

সম্প্রতি শাড়ি পরে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যার জন্য সৌমিতৃষার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। ধূসর বর্ণের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ, ম্যাচিং জুয়েলারি আর হালকা মেক আপে সৌমিতৃষা সত্যিই অপরূপা। কিন্তু, তারই ফাঁকে স্পষ্ট বক্ষবিভাজকা। বোল্ড আন্দাজে মিঠাই রানির এই লুক দেখে হতাশ নেটপাড়া। এক নেটিজেন লেখেন, এই ধরনের ছবি তোমার থেকে কোনও দিন আশা করিনি।

হঠাৎ কেন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর?

শাড়িটা এভাবে পরে ছবি না দিলেও পারতে। নিজের লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছ ঠিক আছে। তাই বলে এই রকম কুরুচিকরভাবে নিজেকে প্রেজেন্ট করবে এটা ভাবিনি’।