এই প্রথম গাড়ির গিয়ার এলো মোটরসাইকেলে

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রথমবারের মতো মোটরসাইকেলে সংযুক্ত হল গাড়ির গিয়ার। অস্ট্রিয়ার কোম্পানি কেটিএমের (কেটিএম) তৈরি নতুন প্রযুক্তির বাইকটিতে যুক্ত হচ্ছে অটোমেটেড ম্যানুয়াল গিয়ারবক্স (এএমটি)।

সম্প্রতি এ তথ্য জানিয়েছে বর্তমানে লাইম লাইটে থাকা অস্ট্রিয়ার অটোমোবাইল কোম্পানিটি।

জানা গেছে, কিছুদিনের মধ্যে ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইআইসিএমএ বাইক প্রদর্শনী। এতে পাঁচটি বাইক নিয়ে হাজির হবে কেটিএম। বর্তমানে একাধিক বাইকের টেস্টিং চালাচ্ছে কোম্পানিটি। এগুলোর মধ্যে একটি প্রোটোটাইপ মডেলে ক্লাচ লিভারের দেখা পাওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা দানা বেঁধেছে। এদিকে কেটিএম-এর টিজারেও তাদের ফ্ল্যাগশিপ মডেলে ক্লাচ লিভার দেখানো হয়নি। ফলে এটি এএমটি গিয়ারবক্সের ইঙ্গিত দেয়।

আফগানিস্তান তৈরি করল পাবলিক বাস

এরই মধ্যে ইয়ামাহা অটো গিয়ারবক্সসহ এমটি ০৯ বাজারে এনেছে। বেশ কিছু দিন ধরে বাইকে ডিসিটি গিয়ারবক্স ব্যবহার করছে হোন্ডা। আর বিএমডব্লিউও তাদের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আর ১৩০০ জিএস অ্যাডভেঞ্চার মডেলে এমটি ব্যবহার করছে। ফলে কেটিএমের আসন্ন প্রযুক্তি বাজারে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।