বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে বিশ্বকাপ, সাকিবের স্বীকারোক্তি

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান এদানিং সংবাদ সম্মেলন করা মানে সংবাদিকদের প্রশ্নের পিঠের পাল্টা প্রশ্ন। বলা যায় উল্টো আক্রমণ। ঠিক মাঠের ক্রিকেটে প্রতিপক্ষের ওপরে যেমন চড়াও হন তিনি। অথচ আজ এলেন পরাজিত সৈনিকের বেশে।

একান্ত বাধ্যগত যাকে বলে, ঠিক তেমনি। বিশ্বকাপে বাংলাদেশ দলের পড়তি পারফরম্যান্স নিয়ে করা প্রশ্ন এবার আর কোনো কৌশলী পথে হাঁটলেন না অধিনায়ক। সব দায় নিতে নিজের কাঁধ এগিয়ে দিলেন।

তুলনামূলক দুর্বল দল আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রান। ৬ ম্যাচে মোটে ১ জয়। সেমিফাইনালের শেষ আশা বলে যেটুকু বাকি ছিল, সেটিও নিশ্চিহ্ন হয়ে গেল। এত বাজে বিশ্বকাপ শেষ করে পার করেছে বাংলাদেশ! বলা হয় সাফল্যর বিচারে ২০০৩ বিশ্বকাপ বাংলাদেশের সব চেয়ে খারাপ কেটেছিল। এবার কি ছাপিয়ে গেল সেটিকেও?

যুক্তিতর্ক ঢাল না বানিয়ে সহজ স্বীকারোক্তিতে মেনে নিলেন সাকিব, ‘হ্যাঁ, এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি এতে অস্বীকৃতি জানাব না।’

আইসিসির ওয়ানডে সুপার লিগে ৩ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ছোট-বড় দল মিলিয়ে বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ খেলেছেন সাকিবরা। তবুও বিশ্বকাপে জন্য নেয়ার মতো যথেষ্ট প্রস্তুতির অভাব দেখছেন সাকিব।

অধিনায়কের ভাষায়, ‘হ্যাঁ আমরা অনেক আন্ডার প্রিপেয়ার্ড ছিলাম।

এখন এসব অভিযোগ দিয়ে আসলে লাভ হবে না। তবে অবশ্যই প্রস্তুতি কম ছিল।’