আন্তর্জাতিক ডেস্ক : ১৪৩ বছরের মধ্যে উষ্ণতম মাস ছিল চলতি ২০২৩ সালের জুলাই। মার্কিন মহাকাশ গবেষণা নাসা এ তথ্য জানিয়েছে। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করলে বিপদ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে নাসা। নাসার গডার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজের (জিআইএসএস) বিজ্ঞানীরা হাজার হাজার আবহাওয়া স্টেশন থেকে শুরু করে একাধিক তথ্য বিবেচনা করার পর এমন শঙ্কার করা কথা জানিয়েছেন। বহু বছর ধরে জিআইএসএস তাপমাত্রা পরিবর্তন নিয়ে গবেষণা করে চলেছে।
জিআইএসএসের পরিচালক গাভিন স্মিট বলেন, ১৮৮০ সাল থেকে এখনও পর্যন্ত এটা সবথেকে উষ্ণতম জুলাই, যা বিজ্ঞানের পরিভাষায় একেবারেই স্বাভাবিক নয়। মানুষের জন্যই গ্রিন হাউস গ্যাসের নির্গমন প্রতিদিন বেড়েই চলেছে। আর এর একটা বড় প্রভাব পড়ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির উপর। আর এই গরম সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করতে পারছেন।”
এই প্রথম নয়, অতীতেও গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য বিভিন্ন সামিটে বলেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভাবনা বা ধারনার থেকেও দিন দিন ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। আর এই তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে এল নিনো।
উষ্ণ সামুদ্রিক স্রোতকে শীতল করার কাজ করত লা নিনা বা শীতল সামুদ্রিক স্রোত। কিন্তু, ধীরে ধীরে লা নিনাকে শাসন করতে শুরু করেছে এল নিনো। বিশ্বের তাপমাত্রা বাড়া কমা অনেকটাই নির্ভর করে এল নিনো এবং লা নিনার ওপরে। বিশেষজ্ঞদের কথায়, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে এল নিনোর সবথেকে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।