স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে অদ্ভুত আউটের ঘটনা বিরল নয়। প্রায়ই ঘটে। কখনো ভুলে, আবার কখনো জু’য়াড়ির খপ্পড়ে পড়ে অদ্ভুতভাবে আউট হন ব্যাটাররা। এবার এমনই একটা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যাটারকে রান নেওয়ার সময় অসতর্ক হতে দেখা যায়, এবং তিনি রান আউট হয়ে যান।
মেজর লিগের একটি ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মুখোমুখি হয়েছিল সিয়াটল অরকাস। এই ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ব্যাটার ফিন অ্যালেনের রান আউট। ইনিংসের চতুর্থ ওভারে হালকা হাতে একটি শট খেলে রান নেওয়ার জন্য দৌড় দেন ফিন অ্যালেন।
ক্রিজের মাঝামাঝি এসে হয়তো তিনি ভেবেছিলেন যে, সহজেই রান হয়ে যাবে। তাই দৌড়ানো বাদ দিয়ে হাঁটতে থাকেন। ফিল্ডার শেহান জয়সূর্য চতুরতা দেখিয়ে বলটি নন স্ট্রাইকের স্টাম্পের দিকে ছুড়ে দেন। ফিন অ্যালেন যখন বুঝতে পারেন, তখন ব্যাট ক্রিজের ভিতরে রাখার একটা চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সফল হননি।
১০ বলে ২৮ রান করে তিনি রানআউট হয়ে যান। এভাবে আউট হওয়ায় অ্যালেনের ওপর চটেছেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সমর্থকেরা। কেউ কেউ তো এই আউট নিয়ে সন্দেহও প্রকাশ করছেন। বেচারা অ্যালেন হয়তো ভাবতেও পারেননি যে এটির জন্য তাকে এভাবে মূল্য দিতে হবে। ড্রেসিংরুমে ফিরে অ্যালেন যদি নিজের আউটের ভিডিওটা দেখেন, তাহলে হয়তো আর এই কাণ্ড করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।