বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বারবারই ট্রোলের মুখে পড়েন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশিরভাগ সময়ই এই কটাক্ষের সঙ্গে জুড়ে যায় ক্রিকেটার ঋষভ পান্থের নাম। তবে এবার ঋষভ নয়, বরং উর্বশীর একটি টুইটেই ঘটল গন্ডগোল।
সম্প্রতি উর্বশী রাউতেলা দক্ষিণী অভিনেতা পবন কল্য়াণ ও সাই ধরম তেজের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে অভিনয় করতে পেরে আমি গর্বিত!’ ব্যাস, উর্বশীর এই টুইট দেখেই হইচই শুরু নেটদুনিয়ায়।
নেটিজেনরা উর্বশীর উদ্দেশে স্পষ্ট লিখলেন, এই মহিলার মগজে কিছু নেই! প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে নানা সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।