হাসান ভূইয়া, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ বকুল ভুইয়াকে অস্ত্র ঠেকিয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় তার নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন, গতকাল সোমবার সারাদিন নির্বাচনী প্রচারণার পরে আমার চোখে কি যেন সমস্যা হচ্ছিল। তাই আমি চোখের ডাক্তার দেখাতে চক্ষু হাসপাতলে পল্লী বিদ্যুেতর দিকে যাই। পরে পল্লী বিদ্যুৎ আসার পরে আমার গাড়ি চাপিয়ে দিয়ে আমার ওপর এ্যাটাক করেছে। গাড়ি থেকে নেমে ব্যাকডালা থেকে একটা কালো অস্ত্র বের করে আমার বুকে ঠেকিয়ে দিয়েছে মারুফ ভূঁইয়া এবং তার সাথে ছিলো রুবেল।
এসময় তারা আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দেয়। পরে চারপাশ থেকে মানুষ আগাইয়া আসলে ওরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এখানেই শেষ নই, রাতে তারা আশুলিয়ার মোল্লা বাজার এলাকায় আমার দুই কর্মীকে পিটিয়ে আহত করে । পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। সব মিলিয়ে আমি অনেক আতংকে আছি।
এ সংবাদ সম্মেলনে তার নির্বাচনী কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।