জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আওয়ামী সন্ত্রাসী মাহবুব আলম (৫৫) ওরফে সুদি মহাজন মাবু মেম্বার বাহিনীর সন্ত্রাসী হামলায় তিন ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- উপজেলা বিএনপি নেতা ফিরোজ খাঁন চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা তামজিদ হাবিব ছুট্টু (১৮), লিটনের ছেলে রায়হান উদ্দিন (১৭), গোলাম আকবরের ছেলে খাইরুল বশর (১৯) ও ব্যবসায়ী আক্কাস উদ্দিন (৩৮)।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে সংঘটিত ঘটনায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রথম তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে ঘটনার সঙ্গে সঙ্গে সাড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসী মাবু মেম্বারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বিএনপি নেতা রেজাউল করিম ও ছাত্রদল নেতা ইমরান খাঁন চৌধুরী বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার সেকেন্ড অফিসার সজিব।
উপজেলা সদর বড়ঘোপ বাজার এলাকার মেম্বার ও উপজেলা আ. লীগের সহসভাপতি মাহবুব আলম মাবু আ. লীগের ১৭ বছরের শাসন আমলে নিরীহ ব্যবসায়ীর দোকান দখল, মালামাল লুটপাট, সুদি কারবার, বেড়িবাঁধের বাইরে জায়গা দখল, চাঁদাবাজি, সরকারি কর্মসূচির টাকা লোপাট, সালিসের নামে মোটা অংকের ঘুষ গ্রহণ ও কথায় কথায় নিরীহ মানুষকে মারধরের অহরহ অভিযোগ রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সন্ত্রাসী মাবু থেকে ২ লাখ টাকা সুদি নিয়েছিলেন বড়ঘোপ বাজারের পান ব্যবসায়ী আক্কাস উদ্দিন। ওই টাকা সুদে আসলে সাড়ে ৩ লাখ টাকা দাবি করলে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সুদি মহাজন মাবুর সঙ্গে বৈঠক করে ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধের কথা হয়।
পরে ব্যবসায়ী আক্কাস টাকা নিয়ে গেলে সন্ত্রাসী মাবু টাকাগুলো কেড়ে নিয়ে বলে যে, ‘বিএনপি নেতা নিয়ে তোকে সুদি টাকা দিয়েছিলাম?’ এ কথা বলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বেধড়ক পিটাতে থাকে। এ সময় আশপাশের লোকজনসহ ছাত্রদল নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসী মাবু বাহিনীর সন্ত্রাসী হামলায় তিনজন আহত হন।
উল্লেখ্য, মাবুর বিরুদ্ধে বড়ঘোপ বাজারে প্রকাশ্যে দোকান দখল, লুটপাট, চাঁদাবাজি, সরকারি কর্মসূচির টাকা লোপাট, সুদের টাকা দিতে ব্যর্থ হলে নিরীহ মানুষকে মারধরসহ আরো বহু অভিযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।