সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মাদক বিক্রির সময় র্যাবের হাতে আটক হওয়া মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
গোয়েন্দা পুলিশের ওই তিন সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ ও কনস্টেবল তাওহীদ।
জানা যায়, গত ১৬ আগস্ট শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার ধামরাই উপজেলার বারোবাড়িয়া এলাকায় র্যাবের একজন সোর্সের কাছে মাদক বিক্রি করতে যায় ডিবি পুলিশের এই তিন সদস্য। সেখানে এসআই আবুল হোসেন ও কনস্টেবল তাওহীদকে আটক করে র্যাব। আগে থেকেই আঁচ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে সেলফি পরিবহনে করে মানিকগঞ্জে ফিরে আসে এএসআই হারুনুর রশীদ। পরে আটককৃতদের নবীনগরে র্যাব-৪ এর সিপিসি-২ কার্যালয়ে নেওয়া হয়। খবর পেয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার র্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডারের সঙ্গে কথা বলেন। তাদের ছাড়িয়ে আনতে ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ও পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেনকে র্যাব কার্যালয়ে পাঠানো হয়। পরে তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। এরপর এএসআই হারুনুর রশীদসহ তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, র্যাবের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পর তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
উল্লেখ্য, অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এর আগেও অভিযানে উদ্ধার মাদকদ্রব্য সরিয়ে ফেলার অভিযোগ উঠে। এ নিয়ে গত ২৫ জুন “সিংগাইরে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা গায়েব, সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।