কানাডায় চালু হচ্ছে বাংলাদেশিদের প্রথম থ্রি-স্টার হোটেল

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা প্রতিনিধিকানাডায় প্রথম বারের মতো বাংলাদেশি মালিকানায় থ্রি-স্টার হোটেল চালু হতে যাচ্ছে। মধ্য সাসকাচোয়ান প্রদেশের এয়ারপোর্টের অদূরে অবস্থিত হোটেলটি নাম ‘সাসকাচোয়ান ইন অ্যাণ্ড কনফারেন্স’।

এ নিয়ে গত মাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হোটেলের মালিক মো. হাসান, আরিফ রহমান, কামান নাশিস দেব, কানাডায় বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান, কনসুলার জেনারেল লুৎফর রহমান, বাংলাদেশ-কানাডা পার্লামেন্ট ফ্রেন্ডশিপ কমিটির চেয়ারপার্সেন ব্রাড রেড কফ ও শীর্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।