ধর্ম ডেস্ক : প্রতিটি মুমিনের একমাত্র চাওয়া মহান আল্লাহর সন্তুষ্টি। সন্তুষ্টি লাভের এ ব্যাকুলতায় মুমিনগণ প্রতিনিয়ত ইবাদত-বন্দেগিতে থাকেন। মহান আল্লাহ যা হারাম করেছেন তা পরিত্যাগ করেন।
মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ৩ আমল এখানে তুলে ধরা হলো–
কোরআন চর্চায় মনোযোগী হওয়া
মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন। এটি আলোকিত করে। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে।’ (সুরা সদ, আয়াত: ২৯)
জিকির করা
সব সময় মহান আল্লাহর স্মরণ রাখা। আল্লাহর স্মরণ প্রসঙ্গে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি, যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে আসে হেঁটে, আমি তার দিকে যাই দ্রুত।’ (বুখারি: ৭৪০৫)
পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হলো, পাপ কাজ ছেড়ে দেয়া। সুতরাং পাপ যতই ক্ষুদ্র হোক পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রা.)-কে বলেছেন, ‘হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো। কেননা সেটা লেখার জন্যও আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন।’ (মিশকাত: ৫৩৫৬)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।