জুমবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে যানজটে আটকা পড়ে পুণ্যার্থীদের ৪০ জনের একটা গ্রুপকে স্নান উৎসবে যাওয়ার পথে শহিদনগর এলাকায় মহাসড়কের ডিভাইডারের ওপর রান্না করতে দেখা যায়।
বুধবার (২৯ মার্চ) সকাল থেকেই এই যানজট। এই যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলে যাওয়া যাত্রীরা। বন্দরের লাঙ্গলবন্দ এলাকার ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে সনাতন ধর্মের লাখ লাখ পুণ্যার্থীর আগমনের কারণে এই যানজট তৈরি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুণ্যার্থী গ্রুপের লিটন দাস ও রুবেল দাস জানিয়েছেন, সবাই তীর্থস্থানে যাচ্ছি, যানজটের কারণে সড়কেই দুপুরের খাবার সময় হয়ে যাচ্ছে। যেহেতু আমরা হাড়ি পাতিল ও সিলিন্ডার গ্যাসসহ রান্নার চাল ডাল সবজি সাথে নিয়েছি, তাই সড়কেই রান্না শুরু করেছি। যদিও আমাদের উদ্দেশ্য ছিল লাঙ্গলবন্দ গিয়ে রান্না করার। কিন্ত যানজটের কারণে এখন পথেই রান্নার কাজটি সাড়তে হচ্ছে।
তীব্র যানজটের কারণে অধিকাংশ কর্মজীবীকে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, লাঙ্গলবন্দ স্নানে পুণ্যার্থীদের আগমনের কারণে যানবাহনের অতিরিক্ত চাপে বুধবার রাত ৩টা থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় ২০টি টিম মহাসড়কে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।