স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ১৬৯ রানের জুটিতেই ম্যাচ জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল টাইগাররা। পরে দলকে আরো এগিয়ে নেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দারুণ দলীয় মেলবন্ধনে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।
৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্তও কিছুক্ষণ পর ফেরেন ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে।
শুরুতে তানজিদ হাসান ও লিটন কুমার দাসকে হারিয়ে খাবি খাওয়া বাংলাদেশ বেশ ভালোভাবেই টেনে তুলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তিনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত।
টানা ছয় ম্যাচে হারের পর নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে দিল্লিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টাইগার কাপ্তানের ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই করেছে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের টার্গেট দেয় লঙ্কানরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।