স্পোর্টস ডেস্ক : কাতার ২০২২ বিশ্বকাপে ব্রাজিল শুরুর দিকেই জায়গা করে নিয়েছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে তারা অপরাজিত। হেড কোচ তিতের অধীনে বেশ সফলও সেলেকাওরা। তবে ব্রাজিল কোচের চিন্তায় এবার শুধুই বিশ্বকাপ।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিতে। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপের আর কয়েক মাস বাকি। দল নিয়ে কি ভাবছেন?
জবাবে তিতে বলেন, ‘আমি খুবই আশাবাদী তবে আরও বেশি মনোযোগী। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় ফাইনালে ওঠা ও শিরোপা জেতা। এটাই সত্যি। ব্রাজিলের শেষ বিশ্বকাপেও আমি কোচ ছিলাম। তবে এবার আমি পুরো ৪ বছরের সময় পেয়েছি। আমাদের আশা অনেক, তবে ভালোর করার ইচ্ছেটাই বেশি।’
এদিকে ব্রাজিলের মতো দলকে অনেকেই হিংসে করে জানিয়ে তিতে বলেন, ‘২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইতালির এক কোচ মিরান্ডাকে উপহাস করেছিল। সে বলেছিল, “বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে কেমন লাগে?” আমি এটা মিরান্ডার কাছ থেকে শুনেছিলাম, এরপর মিরান্ডাকে বলেছিলাম, বিদায় নিতে কেমন লাগে- এটা ওই কোচ বুঝবে না, কারণ সে কখনো ব্রাজিলের মতো দলের কোচ ছিল না, এমনকি নিজের দেশেরও কোচ ছিল না। এটাকেই বলে হিংসা। এরকম অনেক মানুষই ব্রাজিলকে হিংসা করে। কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। বিশ্বে সবচেয়ে বেশি ব্রাজিলকেই হিংসা করা হয়।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.