মেয়েকে ভবিষ্যতে যা বানাতে চান আলিয়া

আলিয়া

বিনোদন ডেস্ক: গত বছর নভেম্বরে কাপুর পরিবারে আলিয়র কোল আলো করে আসে কন্যাসন্তান। রণবীর-আলিয়া মেয়ের নাম রাখেন রাহা। মায়ের পরিবারের প্রায় সকলেই হয় অভিনেতা, নয় পরিচালক। রাহার বাবার দিকের পরিবার বংশানুক্রমে অভিনয়কে পেশা করেছে। এবার সেই ধারা ভাঙতে চান আলিয়া।

আলিয়া

অভিনেত্রী জানান, তার মেয়েকে ভবিষ্যতে অভিনেত্রীই হতে হবে এমনটা নয়। তার ইচ্ছা মেয়ে বড় হয়ে বৈজ্ঞানিক হোক। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে দেখলেই বলি তুমি বড় হয়ে বৈজ্ঞানিকই হবে।’

বলিউডের তারকাদের ছেলেমেয়েদের বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করতেই দেখা যায়। অভিনেতার ছেলে অভিনেতাই হবেন। কিংবা অভিনেত্রীর মেয়ে মায়ের দেখানো পথে হাঁটবেন। আর এমনিতেই মায়ানগরীর কাপুর পরিবারে বংশানুক্রমে উত্তরাধিকার হস্তান্তরের চল রয়েছে। এই মুহূর্তে রণবীর কাপুর, কারিনা কাপুর, কারিশ্মা কাপুরেরা সেই ধারা বহন করছেন।

১৩,৩৫০ ডলার খরচ করে কুকুরের জন্য বিয়ের আয়োজন

মেয়ের জন্মের চার মাসের মাথায় পুরোদমে কাজ শুরু করছেন আলিয়া। সামনেই অভিনেত্রীর দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি ‘রকি অর রানি কি প্রেমকাহানি’। অন্যটি হলিউডে তার প্রথম ছবি ‘হার্ট অফ স্টোন’। পেশার কারণে মেয়েকে তেমন ভাবে সময় দিতে পারছেন না বলে বিভিন্ন সময়ে আক্ষেপ করেছেন আলিয়া।