লাইফস্টাইল ডেস্ক : আপনি কি জানেন আমাদের ত্বকের নানা লক্ষণের মাধ্যমেও আমরা আমাদের স্বাস্থ্যগত সমস্যাগুলো সনাক্ত করতে পারি? আমাদের দেহে এমন কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে যেগুলো দেখা দিলে তার লক্ষণগুলো প্রথমে ত্বকেই ভেসে উঠে। সুতরাং আমাদের ত্বকে ভেসে ওঠা নানা ধরনের লক্ষণগুলো সম্পর্কে আমাদেরকে সবসময়ই সতর্ক থাকতে হবে।
এমন বেশ কয়েকটি রোগ আছে যেগুলোর লক্ষণ ত্বকে ভেসে ওঠে। আসলে ত্বক আপনার দেহের ভেতরে কী ঘটছে তার একটি আয়না স্বরুপ। এখন কথা হলো এই লক্ষণগুলো সময় মতো সনাক্ত করতে হবে। যাতে সফলভাবে দেহের আভ্যন্তরীণ রোগগুলোর চিকিৎসা করা যায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রোগের লক্ষণ কীভাবে ফুটে উঠে আমাদের ত্বকে।
ডার্ক স্পট
হঠাৎ করেই ত্বকে আবির্ভুত ডার্ক স্পট হতে পারে অ্যাড্রিনাল গ্রন্থির বহিরাংশের নিষ্ক্রিয়তাজনিত এক মারাত্মক ব্যাধির লক্ষণ। এই রোগে আক্রান্ত হলে লোকের মাংসপেশী এবং জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে। এতে ক্ষুধামান্দ্য, দুর্বলতা এবং ওজন হ্রাসের মতো সমস্যাও দেখা দিতে পারে।
সাদা দাগ
ত্বকের স্বাভাবিক রঙ হারিয়ে সাদা দাগ পড়লে তা ভিটিলিগো নামের একটি রোগের লক্ষণ। দেহের রোগ প্রতিরোধ পদ্ধতি যখন মেলানোসাইটস নামের কোষগুলোকে হত্যা করে তখন এই লক্ষণ দেখা দেয়।
র্যাশ
হঠৎ করেই যদি ত্বকে কোনো র্যাশ দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার দেহের ভেতরে কিছু একটা গোলমাল চলছে। এটা হতে পারে কোনো খাবার, ঘরোয়া রাসায়নিক, চিকিৎসার ওষুধ, সংক্রামক রোগ এবং এমনকি চিকেন পক্সের প্রতি এলার্জি থেকে।
ফোলা
ত্বকের ফোলা বা পানি জমার মতো এমন লক্ষণ দেখা গেলে একজন এন্ডোক্রাইনোলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করুন। কারণ এটি হতে পারে হাইপোথাইরয়েডিজম এর লক্ষণ।
আঁচিল বা তিল
আপনার দেহে যদি আঁচিল বা তিলের সংখ্যা বাড়তে থাকে তাহলে তা হতে পারে বেশি বেশি অতিবেগুনি রশ্মি পড়ার ফলে বা হরমোনগত ভারসাম্যহীনতার কারণে।
ব্রণ
ব্রণ হওয়ার অনেক কারণ আছে। ত্বকে অতিরিক্ত তেল উৎপাদনের ফলে লোমকুপ বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন ব্রণ হয় তেমনি হরমোনগত ভারসাম্যহীনতা সৃষ্টি হলে বা হজম প্রক্রিয়ায় গন্ডগোল হলেও ব্রণ হতে পারে।
আঁশ ওঠা
ভিটামিনের ঘাটতি, হরমোনগত ভারসাম্যহীনতা, এলার্জির প্রতিক্রিয়া, ডার্মাটাইটিস, সোরিয়াসিস এবং আরো কিছু রোগের কারণে ত্বকের আঁশ ওঠে।
কত টাকায় পোশাক খুলে ফটোশ্যুট করবেন শাহরুখ খান, যা বললেন অভিনেতা
অতিরিক্ত ঘাম ঝরা
আপনি যদি ভালোভাবে বাতাস চলাচল করে এমন একটি ঘরে থাকার পরও খুব বেশি বেশি ঘামতে থাকেন তাহলে তা বিষাক্ত ছড়িয়ে পড়া গলগণ্ড রোগের লক্ষণ। এটি থাইরয়েড গ্রন্থির একটি রোগ।
সূত্র: বোল্ডস্কাই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।