টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৬-৩ গোলে জিতেছে লিভারপুল

liverpool

খেলাধুলা ডেস্ক : জমজমাট লড়াই, টানটান উত্তেজনা। চোখ ফেরানোই যেন দায়। তেমনই এক ম্যাচ দেখল ইংলিশ প্রিমিয়ার লিগ। লিভারপুল আর টটেনহ্যাম হটস্পারের লড়াই। যদিও বড় ব্যবধানে হেরেছে টটেনহ্যাম।

liverpool

প্রথমার্ধেই তিন গোল করেছিল লিভারপুল, বিরতির পর যোগ হলো আরও তিন। শেষ দিকে টটেনহ্যাম হটস্পার অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করলেও, তাতে লাভ হয়নি। প্রতিপক্ষকে গুঁড়িয়েই লিগ টেবিলে অবস্থান সুসংহত করল আর্না স্লটের দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৬-৩ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের পক্ষে দুটি করে গোল করেন লুইস দিয়াস ও মোহামেদ সালাহ। একবার করে জালে বল পাঠান আলেক্সিস মাক আলিস্তের ও দোমিনিক সোবোসলাই।

বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ ‘যমুনা রেল সেতু’

এই জয়ে শীর্ষস্থান মজবুত হলো লিভারপুলের। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। আর লিগে খুব খারাপ সময়ের মধ্যে পথচলা টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা।