ট্র্যাভেল ডেস্ক : ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করছে থাইল্যান্ড। আগামী ১ মে থেকে থাইল্যান্ড ভ্রমণকারীদের অবশ্যই ‘ডিজিটাল ল্যান্ডিং কার্ড’ ফরম পূরণ করতে হবে। পাতায়া মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থল, আকাশ এবং সমুদ্র পথে থাইল্যাণ্ড ভ্রমণ করার আগে সকল পর্যটকের জন্য এটি প্রযোজ্য হবে। তাদের সবাইকে টিএম৬ নামের একটি ‘ডিজিটাল ল্যান্ডিং কার্ড’ ফরম পূরণ করতে হবে।
এই ফরম পূরণ করার জন্য জন্য কোনো অর্থ দিতে হবেনা। ডিজিটাল টিএম৬ ফরম পূরণে ভ্রমণকারীর ব্যক্তিগত ও ভ্রমণতথ্য দিতে হবে। এ ছাড়া পাসপোর্টের তথ্য এবং থাই ঠিকানাও দিতে হবে ওই ফরমে।
এসব তথ্য আগে ম্যানুয়াল টিএম৬ ফরম পূরণের মাধ্যমে সংগ্রহ করা হতো। পরবর্তীতে এটি বাতিল করা হয়।আগামী ১ মে থেকে ডিজিটালি তা চালু করছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
৯৩টি দেশের পর্যটক যারা বর্তমানে কোনো ফরম ছাড়াই থাইল্যান্ডে টানা ৬০ দিন অবস্থান করার সুবিধা পান, তাদের সবাইকে ভ্রমণের আগে অনলাইনে টিএম৬ ফরম পূরণ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।