ট্রান্সজেন্ডার মডেলে মজলেন এমবাপে

এমবাপে

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফর্ম ছাপিয়ে বিতর্কিত বেশকিছু কাণ্ডে সংবাদের শিরোনাম হয়ে চলছেন কাইলিয়ান এমবাপে। ক্লাব সতীর্থ নেইমারের সঙ্গে দন্দ্ব যখন তুঙ্গে তখন মাঠে ও মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণেও সমালোচিত হয়েছিলেন। এবার ভিন্ন ইস্যুতে শিরোনাম হলেন পিএসজির এই তারকা স্ট্রাইকার।

এমবাপে

ফ্রান্সের সুপরিচিত অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব এমা সামিটের সঙ্গে ব্রেকআপের পর নতুন প্রেমে মজেছেন ২৩ বর্ষী এই সুপারস্টার। এমবাপের নতুন প্রেমিক ইনেস রাউ একজন ট্রান্সজেন্ডার। ইতালিয়ান মিডিয়ার খবর, ফ্রেঞ্চ মডেলের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন এমবাপে।

কোরিয়ারে ডেলো স্পোর্টস জানিয়েছে, কান ফিল্ম ফেস্টিভ্যালে তারা দুজন এক সঙ্গে এসেছিলেন। পরে রাউকে একটি বিলাসবহুল ইয়েটে ঘুরতে নিয়ে যাওয়ার ছবিও পত্রিকাটি প্রকাশ করেছে। প্রেমিকা রাউকে কোলে তুলে হাসি মুখে পোচ দেওয়া ছবিটিই এখন ফুটবল বিশ্বে আলোচনার খোরাক।

ফ্রেঞ্চতারকার নতুন প্রেমিকা রাও প্রথম কোনো ট্রান্সজেন্ডার মডেল হিসেবে লাইফস্টাইল ও বিনোদনের বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের কভার ছবিতে এসেছিলেন। ২০১৭ সালের আগেও তিনি একবার পত্রিকাটির হয়ে ছবি তুলেছিলেন। সেবার ন্যুড ছবিতে মডেল হওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন রাউ।

হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখা রাউয়ের নতুন রূপে আসা শুরু হয় যখন তিনি ১৭ বছর বয়স। বর্তমানে তার বয়স ২৪ ছাড়িয়েছে, এখন তিনি নিজেকে তৃতীয় লিঙ্গের বলতে কুণ্ঠা বোধ করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাউ বলেছিলেন, ‘আমি ট্রান্সজেন্ডার না বলে অনেকদিন বেঁচে ছিলাম। অনেক প্রেম করেছি, সেগুলো ভুলে যেতেও বসেছি। কোনো বয়ফ্রেন্ড খুঁজে পাব না ভেবে ভয়ও পেয়েছিলাম, মনে করেছিলাম বিষয়টি অদ্ভুদ। তখন এমন ছিলাম—তুমি জানো আসলে তোমার কেমন হওয়া উচিত।’

১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিল গেটসকে নোটিশ মুম্বাই হাইকোর্টের

মাঠের বাইরে বেশ কিছুদিন যাবৎ নানা বিতর্কে থাকা এমবাপে নতুন এই গুঞ্জন নিয়ে এখনও কথা বলেননি। ইতালিয়ান মিডিয়ায় আসা ছবির ব্যাপারে তার প্রেমিকা রাউও কিছু বলেননি। তবে রাউকে কোলে হাসি মুখে থাকা এমবাপেকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছে ফুটবল বিশ্ব।