স্পোর্টস ডেস্ক : ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রেভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজে জয় পায় অজিরা। ম্যাচসেরা হয়েছেন এই ওপেনারই।
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দিনের শুরুতে দুর্দান্ত এক ক্যাচ ধরেন হেড। যার ফলে আউট হন রোহিত শর্মা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি ভারত। পরে ব্যাট করতে নেমে চাপের মুখে খেলেন ১৯৭ রানের অনবদ্য এক ইনিংস।
তাই অবিসংবাদিতভাবে এবারের আসরের ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হন হেড। অন্যদিকে সবাইকে ছাড়িয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিজের করে নিয়েছেন বিরাট কোহলি।
এবারের আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান রোহিত শর্মার। ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি।
অন্য সবার চেয়ে পারফরম্যান্সে যোজন যোজন এগিয়ে থেকে সহজেই টুর্নামেন্ট সেরার পুরষ্কার নিজের করে নেন কোহলি। যদিও দলকে শিরোপা জেতাতে না পারায় তার আক্ষেপ থাকাই স্বাভাবিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।