কলম্বিয়ায় একটি বিশাল আকৃতির গাছ রয়েছে যাকে দেখলে আপনার পর্বতের কথা মনে পড়ে যাবে। এর আগে যারা এ গাছকে দেখেছেন অনেকেই এটাকে পর্বত ভেবে ভুল করেছেন। দেখতে পর্বতের মতো মনে হল আসলে এটি বিশাল আকৃতির একটি গাছ।
কলম্বিয়ার অনেক মানুষ এটিকে ‘The Tree of Guacar’ বলে থাকে। তবে এ বিশাল সাইজের গাছটি ’The Samán of Guacar’ নামে পরিচিত। ১৯৯০ সালে এ গাছটি রোপন করা হয়েছিল। এ ধরনের ইউনিক বৃক্ষ পুরো কলম্বিয়ায় তেমন খুঁজে পাওয়া যায়নি।
বৃক্ষটি ’Ficus’ প্রজাতির মধ্যে পড়েছে। এ প্রজাতির ছোট আকারের গাছ বিভিন্ন বাগান বা ঘরের উঠানে দেখা যেতে পারে। তবে দূর থেকে দেখলে এটাকে একটি ছোটখাটো পাহাড়ের মতই মনে হয়।
সবথেকে অবাক করে দেওয়ার মত বিষয় হচ্ছে আপনি যতই এর নিকটে যাবেন ততই এটিকে ছোট মনে হতে পারে। সব মিলিয়ে এটি ৩০ মিটারের মতো লম্বা হবে। আপনি এটিকে ’সবুজাভ পাহাড়’ বলে আখ্যায়িত করলে ভুল হবে না।
বৃক্ষটির শাখা প্রশাখা বেশি লম্বা এবং অনেক দূরে বিস্তৃত। গাছটিকে সবদিক থেকে কাঠামোগত সাপোর্ট দেয়ার জন্য এ শাখা প্রশাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্পিনো রাঞ্জন নামে একজন ইতিহাসবিদ এই গাছটি সম্পর্কে দুর্দান্ত ব্যাখ্যা দিয়েছেন।
এ বিশাল Ficus প্রজাতির গাছটি ছয়টি আলাদা আলাদা গাছের সাথে একত্রিত হয়ে বেশ বড় আকার ধারণ করেছে। ইন্টারনেটে কলম্বিয়ার সবথেকে সুন্দর গাছ লিখে সার্চ দিলে এটির ছবি দেখতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।