স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্র্যান্ডিং অন্য মাত্রায় নিয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সদ্য শেষ হওয়া আইপিএলের প্লে-অফের সময় বোর্ড ঘোষণা করেছিল যে প্রতি ডট বলের জন্য ৫০০ চারা গাছ রোপণ করা হবে। শেষ চার ম্যাচ ডট বল হয়েছে ২৯৪টি।
প্রতি ডটবলের জন্য পাঁচশ’ চারা রোপণ করলে সংখ্যাটি দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার। যেমন কথা তেমন কাজ, ভারতজুড়ে প্রায় দেড় লাখ চারা রোপণ করার কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। বুধবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, প্রতি ডট বলে ৫০০ চারা গাছ রোপণ করার অভিনব উদ্যোগ গ্রহণ করায় বিসিসিআইয়ের প্রশংসা করছেন অনেকে। ব্যাপারটা ভারত থেকে ছড়িয়ে গেছে ক্রিকেট খেলুড়ে আরও অনেক দেশে। এমন উদ্যোগে সাড়া দিয়ে অনেক বোর্ড ভারতীয় বোর্ডকে বাহবা দিচ্ছে। মূলত বৈশ্বিক উষ্ণতারোধ এবং পরিবেশ রক্ষার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে বিসিসিআই।
আইপিএলের ১৬তম সংস্করণে চারটি দল- চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে মুম্বাইয়েরও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।