বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ত্রিশাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেতা মনসুর আলি খান। সম্প্রতি লিওতে একসঙ্গে কাজ করেছেন দুজন। আর সেই সিনেমায় একটি দৃশ্যে ত্রিশাকে বিছানায় চেয়ে মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন অভিনেতা।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মনসুর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন আমি শুনলাম যে আমি ত্রিশার সঙ্গে অভিনয় করছি, তখন আমি ভেবেছিলাম সিনেমায় একটি বেডরুমের দৃশ্য থাকবে।
আমি ভেবেছিলাম সেই দৃশ্যে আমি তাকে বেডরুমে নিয়ে যেতে পারি, যেমনটা আমি অন্যান্য নায়িকার সাথে করেছি আমার আগের সিনেমাগুলোতে। আমি বেশ কয়েকটি সিনেমায় ধর্ষণের দৃশ্য করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। কিন্তু কাশ্মীরের শুটিং চলাকালীন সেটে ত্রিশার দেখাও পাইনি আমি!’
এদিকে মনসুরের এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। অনেক সহকর্মী অভিনয়শিল্পী তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এ ধরনের মন্তব্যে।
নিন্দা করছেন মনসুরের। ইন্টারনেটেও বেশ তোপের মুখে পড়েছেন মনসুর। ত্রিশার ভক্তরা ব্যাপকভাবে আক্রমণ করছেন এই অভিনেতাকে। বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীর। তাৎক্ষণিকভাবে মনসুরের এ ধরনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিশা।
সামাজিক মাধ্যমে ত্রিশা লিখেছেন, ‘সাম্প্রতিক একটি ভিডিও আমার নজরে এসেছে, যেখানে জনাব মনসুর আলি খান আমার সম্পর্কে জঘন্য এবং ঘৃণ্য কথা বলেছেন। আমি এর তীব্র নিন্দা করছি এবং এটিকে যৌনতাবাদী, অসম্মানজনক, অশ্লীলতাপূর্ণ, ঘৃণ্য বলে মনে করি। তিনি ইচ্ছা রাখতেই পারেন, তবে আমি ভাগ্যবান যে তার মতো কারো সাথে এক ফ্রেমে কাজ করতে হয়নি। আমি নিশ্চিত করব যে আমার বাকি ফিল্ম ক্যারিয়ারেও যেন তার সঙ্গে কাজ করতে না হয়।
আমি উভকামী, পুরুষের বিছানার আগুন আর নারীদের বিছানাতেও : অ্যাম্বার হার্ড
তার মতো মানুষ মানবজাতির বদনাম বয়ে আনে।’ লোকেশ কানারাজ পরিচালিত ‘লিও’তে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ত্রিশা। এতে আরো অভিনয় করেছেন মনসুর আলি খান, সঞ্জয় দত্ত ও অর্জুন সারজা। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। শিগগিরই ওটিটিতে মুক্তি পাবে লিও।
সূত্র : পিংকভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।