তৃণমূলের শক্তি আরও সঞ্চয়ের দিকে মনোনিবেশ করছে চট্টগ্রাম বিএনপি। দল গোছানোর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও চলছে সমানতালে। একই সঙ্গে সাধারণ লোকজনের সাথে সম্পর্ক আরও উন্নয়ন করতে তৃণমূলে সংযোগ বৃদ্ধি করেছেন নেতারা। এ বিষয়ে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরোদমে চলছে আমাদের সাংগঠনিক কার্যক্রম। কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে পালন করা হচ্ছে। একই সঙ্গে দলে অনুপ্রবেশ ঠেকাতেও নেওয়া হয়েছে নানান পদক্ষেপ।’
জানা যায়, ছাত্র-জনতার বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পালে লাগে নতুন হাওয়া। মামলা হামলায় জর্জরিত নেতা-কর্মীরা ফিরতে থাকে স্বাভাবিক রাজনীতিতে। চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির ইউনিট ভিত্তিক পালন করছে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি। একই সঙ্গে জেলার ১৫ সংসদীয় আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় এলাকায় শুরু করেছে গণসংযোগ। অংশগ্রহণ করছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে।
বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপির অন্তর্কোন্দল। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে কতিপয় নেতা-কর্মীর বিরুদ্ধে। আন্তর্কোন্দলের জেরে গত তিন মাসে অন্তত ১৬টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান দুজন। আহত হয়েছেন নেতা-কর্মীসহ অর্ধশতাধিক ব্যক্তি। এ ছাড়াও তৃণমূলের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সংঘর্ষ, খুন, চাঁদাবাজি, দখলদারির অভিযোগও উঠেছে।
এমন পরিস্থিতিতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর কারণে অভিযুক্ত ব্যক্তিদের সংগঠন থেকে বহিষ্কার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বিএনপির নেতারা। এরই মধ্যে নানান অভিযোগে অন্তত ১৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় দল গোছানোর প্রশ্নে দলটির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপিসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের সব ইউনিটকে আরও শক্তিশালী করতে কাজ করছি আমরা। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।