আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসরাইলের একটি সংহতি সমাবেশে যোগ দিয়েছিলেন। এ সময় তিনি তার দেশে হামাসের সমর্থনে বিক্ষোভের নিন্দা করেছেন।
ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘ইসরাইলের উপর হামাসের হামলার সমর্থনে সারা দেশে যে বিক্ষোভ হয়েছে এবং হচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই।’
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রুডো আরো বলেন, কানাডা কখনো সহিংসতার সমর্থন করে না।
রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে- ট্রুডো ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের এবং হামাসকে সমর্থনকারী বিক্ষোভকারীদের মধ্যে পার্থক্য করেছেন কিনা জানতে চাইলে তার কার্যালয় মন্তব্য করতে অস্বীকার করে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।