আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
বৃহস্পতিবার রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েক ডজন সহযোগীর সাথে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন বলে তিনি মেনে নিয়েছেন। এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি এই মন্তব্য করলেন।
বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন, শুধু তখনই দেশকে ভালোবাসবেন, তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’
বাইডেন বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেয়া ক্ষমার অযোগ্য। আমরা ঠিক হয়ে যাচ্ছি, তবে আমাদের ব্যস্ত থাকতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। আর সর্বোপরি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে।’
গুরুত্বপূর্ণ পদে নিয়োগ
এদিকে ট্রাম্প তার নতুন হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করার জন্য দ্রুত অগ্রসর হচ্ছেন এবং কয়েক দিনের মধ্যেই কিছু পছন্দের নাম ঘোষণা করতে পারেন।
তিনি তার বিকল্পগুলো নিয়ে সহযোগীদের সাথে পরামর্শ করার জন্য ফ্লোরিডায় সমুদ্রতীরবর্তী তার অবকাশযাপন স্থল মার-এ-লাগোতে সমবেত হয়েছেন।
নির্বাচনের আগেও ট্রানজিশন চিফ হাওয়ার্ড লুটনিক এবং লিন্ডা ম্যাকমাহন হোয়াইট হাউসে বা সরকারের মন্ত্রিপরিষদ পর্যায়ের বিভাগ এবং অন্যান্য সংস্থার প্রধান হওয়ার জন্য শীর্ষ পদের জন্য কিছু সম্ভাব্য প্রার্থীর সাথে সাক্ষাৎ করেছিলেন।
ট্রাম্প বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নাম ঘোষণা করতে পারেন। তিনি ট্রাম্পের কট্টর সমর্থক এবং নির্বাচনী প্রচার অভিযানের দাতা। তাকে ট্রাম্প, সরকারের অদক্ষতা খুঁজে বের করতে এবং অতিরিক্ত ব্যয় কমাতে নতুন পদে বসাতে পারেন।
ওয়াল স্ট্রিটের বেশ কয়েকজন অর্থলগ্নিকারী শীর্ষ স্তরের অর্থনৈতিক পদের জন্য বিবেচনাধীন রয়েছেন। ট্রাম্পের সহযোগীরা বলছেন, কিছু রিপাবলিকান সিনেটরকে মন্ত্রিপরিষদ-স্তরের দফতরগুলোর প্রধান হিসেবে নেয়া যেতে পারে।
সূত্র : ভিওএ
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.