টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ল মহাজাগতিক পাথর, শব্দ শুনতে পেল নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সেটি যখন এসে আছড়ে পড়ে তখন ৩টি টুকরো হয়ে আছড়ে পড়ে। সেই আছড়ে পড়ার আওয়াজ শুনল নাসা। নাম ইনসাইট ল্যান্ডার। যা লাল গ্রহের মাটি কামড়ে বসে আছে। নাসার পাঠানো এই ল্যান্ডার কোথাও ঘুরে বেড়ায় না। এক জায়গায় বসে মঙ্গলের মাটির তলায় কি চলছে তা জানার চেষ্টা … Continue reading টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ল মহাজাগতিক পাথর, শব্দ শুনতে পেল নাসা