সাইফুল ইসলাম : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া এক গৃহবধুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার তাদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধুর (১৬) মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেনকে (২৯)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে এক দম্পতি আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জ শহরে পৌঁছালে তাদের ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আশ্রয় নেন। রাত আনুমানিক ৩টার দিকে দায়িত্বরত আনসার সদস্য আবু সাঈদ ও শাহাদাত হোসেন তাদের কাছে এসে স্বামী-স্ত্রী পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের কথা বলে স্বামীকে নিচে রেখে ওই গৃহবধুকে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
সোমবার ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টহল পুলিশের সহায়তায় বিষয়টি মৌখিকভাবে মানিকগঞ্জ সদর থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা সব আনসার সদস্যকে ডেকে আনে। এ সময় নির্যাতনের শিকার গৃহবধু দুই আনসার সদস্যকে শনাক্ত করেন। এরপর পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের দায় স্বীকার করলেও মঙ্গলবার দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য হাজির করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরী জবানবন্দি গ্রহণ শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নির্যাতনের শিকার গৃহবধুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, হাসপাতালে আশ্রয় নেওয়া এক গৃহবধুকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করেছেন। আদালতে জবানবন্দি শেষে বিচারক অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী সুস্থ হলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


