বিনোদন ডেস্ক : সম্প্রতি পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সিনেমা পাইরেসি বন্ধ করতে মাঠে নেমেছে ‘সুড়ঙ্গ’ টিম। ডিবি পুলিশের কাছে আবেদনের পর এবার ডিজিটাল আইনে শনিবার (২৯ জুলাই) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া এবং আলফা আই স্টুডিও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল বাদী হয়ে ডিবি পুলিশের কাছে একটি অভিযোগ করেন।
তাদের অভিযোগ ছিল, ২৯/৬/২০২৩ তারিখে প্রেক্ষাগৃহে সুড়ঙ্গ রিলিজ হওয়ার পর তারা নেটদুনিয়ায় লক্ষ করেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আর গুগল ড্রাইভে সিনেমাটি বিনামূল্যে দেখা যাচ্ছে। ২৪/৭/২০২৩ তারিখে তা লক্ষ করার পরপরই তারা ডিবি পুলিশের দ্বারস্থ হন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিবি পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর দুদিনের মাথায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের একজন ইনামুল কবির। পেশায় তিনি বেসরকারি চাকরিজীবী। অন্যজন মো. মনিরুল শেখ। পেশায় ব্যবসায়ী।
দুই আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ২৪/৭/২০২৩ তারিখে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সময় তারা ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মোবাইলে ভিডিও করেন। এরপর সম্পূর্ণ সিনেমাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন।
শুধু ‘সুড়ঙ্গ’ সিনেমাটিই নয়, এভাবে অনেক সিনেমাই তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। এতে চলচ্চিত্র শিল্প আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।