আন্তর্জাতিক ডেস্ক : সেনেগালের কাফ্রিন শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯০ জন।
স্থানীয় সময় রোববার ভোর ৩টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের কাফ্রিনের হাসপাতালে নেয়া হয়েছে। খবর: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।
ভয়াবহ এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকি সল পশ্চিম আফ্রিকার দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল শেখ ফল বলেন, এটা একটি মারাত্মক দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।