জুমবাংলা ডেস্ক : পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ভোলার চরফ্যাসনে মারা গেছে দুই শিশু। আজ শনিবার দুপুরে ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামে দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধারের পর দুই শিশুর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
মৃত শিশুদের মধ্যে আরিয়ান (৫) ওই গ্রামের সুমন মিয়ার ছেলে। অন্যজনের নাম জোবায়েদ (৪)। তার বাবা ইউসুফ আলী পেশায় অটোরিকশাচালক। দুটি পরিবার পাশাপাশি বাড়িতেই থাকে।
তাদের প্রতিবেশী পারভেজ তালুকদার জানান, দুই বাড়ির পাশেই একটি পুকুর আছে। সেই পাড়ে শনিবার দুপুরে খেলা করছিল আরিয়ান ও জোবায়েদ। এক পর্যায়ে আরিয়ানকে খুঁজতে আসেন তার মা আরজু বেগম। তিনি ছেলেকে না দেখে এদিক-ওদিক খোঁজার সময় শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সরেজমিন শিশুদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের লাশের পাশে বসে বিলাপ করছেন আরিয়ানের মা আরজু বেগম। তিনি বলছিলেন, ‘আল্লা আমার বুকের ধন কাইরা নিছে। তোরা আমার কলিজা ছিঁড়া ধন ফিরাইয়া আইন্না দে।’
অন্যদিকে বিলাপ করতে করতে ছেলে জোবায়েদের মরদেহের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মা ফাতেমা বেগমকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই মৃত সন্তানকে কোলে নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন তিনি। অন্য স্বজনের আহাজারি ছুঁয়ে যায় ওই গ্রামের অন্যদেরও।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া ইয়াসমিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পরিমাণ পানি ছিল।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ওই শিশুদের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ দাফনের অনুমতি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।