জুমবাংলা ডেস্ক : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পরিবহণ দুর্ঘটনায় পতিত হয়ে আটকা পড়েছিলেন বাসের হেলপার শওকত (৩২)। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তবে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) মহাসড়কের আমতলীর খোন্তাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত শওকতের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তার পিতার নাম রফিকুল ইসলাম।
দুর্ঘটনার পরপরই আমতলী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সহায়তা চাইলে সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
তিনি জানান, বরগুনার আমতলী-পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যদের ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানে হানিফ বাসের হেলপারকে জীবিত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়
উদ্ধার অভিযানে বরগুনা ফায়ার সার্ভিসের বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ, পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ, আমতলী ফায়ার স্টেশনের লিডার গোলাম মোস্তফা প্রমুখ অংশ নেন।এ সময় স্থানীয়রা ও আহতের পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।