সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
বহিষ্কৃতরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।
এছাড়া, বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি, তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার আসামিকে গ্রেফতারের পর শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি থানায় এসে হট্টগোল শুরু করে। এ সময় পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেন শফিকুল ইসলাম সরকার (জীবন) ও শফিকুল ইসলাম। ঘটনার সময় তারা দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আটক করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আজ দুপুরে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
এর প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলায় “মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি, ২ যুবদল নেতাকে আটক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।