জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় জয়নাল মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বড় সাইজের দু’টি ইলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) মহিপুরের আকন ফিস মৎস্য আড়তে অন্য মাছের সাথে এ ইলিশ দুটি নিয়ে আসা হয়।
পরে অন্য ইলিশের সাথে ৬৫ হাজার টাকা মণ হিসাবে মাছ দু’টি বিক্রি করা হয়। এর মধ্যে একটির ওজন হয়েছে ২ কেজি ১০০ গ্রাম ও অন্যটির ওজন হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম। এ মৌসুমে জেলেদের জালে ধরা পড়া এ ইলিশ দু’টির ওজন সবচেয়ে বেশি।
জেলে জয়নাল মাঝি জানান, প্রায় এক সপ্তাহ আগে তাসনিয়া তিহা নামের এক ট্রলার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৭ জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যান তিনি। পরে গতকাল রাঙ্গাবালির মৌডুবীর ছয়বাম সংলগ্ন সাগরে জাল ফেলার পর অপরাপর ইলিশের সাথে এ মাছ দুটি ধরা পড়ে। এ মাছ দু’টি অন্য ইলিশের সাথে বিক্রি করে তিনি ভালো দাম পেয়েছেন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।