জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে দুটি ‘বাদুড় মাছ’। যার বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।
সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিশ মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জাকির প্যাদা নামের এক জেলে। হানিফ পহলান নামের এক জেলে ৫ হাজার টাকায় কিনে নেন মাছ দুটি।
অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজি পাপড়ি। এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।
স্থানীয় জেলেরা জানান, এ মাছের সচরাচর দেখা মেলে না। রোববার দুপুরে মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার জালে ধরা পড়ে। এর ওজন ২০ কেজি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে বলেন, ‘এ মাছ মাঝে মাঝে ধরা পড়ে। তবে এগুলো এখন জেলেদের ধরতে নিষেধ করা হচ্ছে। কারণ এ মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতনও করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।