সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে মানিকগঞ্জ পৌরসভার সিদ্দিকনগর এলাকা থেকে তাদরেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত দলের দুই সদস্য হলেন- খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. হাসান শেখ (২৮) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খাইরখালী গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে নাসির মোল্লা ওরফে নাহিদুজ্জামান নাসির। তারা উভয়েই ঢাকার কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকেন।
পুলিশ জানায়, মানিকগঞ্জে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা সম্পৃক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত করার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে থাকা দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আমান উল্লাহ বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের দুই সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোর তিনটার দিকে মানিকগঞ্জ পৌরসভার শিববাড়ি এলাকায় সাবেকজ কাস্টমস কর্মকর্তার বাড়িতে, গত ১৭ আগস্ট সিংগাইরের তালেবপুর এলাকায় একটি গরুর খামারে, ১৩ আগস্ট মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় সাবেক কাউন্সিলরের খামারে এবং ৬ আগস্ট সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।