আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ ভোগ্যপণ্য প্রস্তুতকারক গ্রুপ ইউনিলিভার আইসক্রিমের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য গ্রুপটির প্রায় সাড়ে ৭ হাজার কর্মীকে ছাটাই করা হবে। রয়টার্স।
ম্যাগনাম, বেন অ্যান্ড জেরিসের মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড এতদিন সরাসরি ইউনিলিভারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার আইসক্রিম ব্যবসা স্বাধীন হতে চলেছে। খরচ কমানোর লক্ষ্যেই আইসক্রিম ইউনিট আলাদা করার পরিকল্পনা করেছে ইউনিলিভার। কর্মীদের ওপর এর প্রভাব পড়তে চলেছে।
আইসক্রিম ব্যবসা ইউনিলিভারের বিশ্বব্যাপী বিক্রয়ের প্রায় ১৬ শতাংশ এবং কিছু দেশে এক তৃতীয়াংশ বা ৪০ শতাংশ অবদান রাখে।
ইউনিলিভারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে আইসক্রিম ব্যবসা আলাদা করার পরিকল্পনা কার্যকরের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ২০২৫ সালের মধ্যে এই পরিকল্পনা সম্পূর্ণ করা হবে।
সারাবিশ্বে ইউনিলিভারে প্রায় ১ লাখ ২৮ হাজার কর্মী কাজ করে থাকে। এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৭ হাজার লোক কর্মসংস্থান হারাতে যাচ্ছে।
ব্যবসায় যাতে আরও লাভ করা যায়, সেই লক্ষ্যেই নতুন ব্যবস্থা নিচ্ছে ইউনিলিভার। বিক্রি বাড়ানো এবং সংস্থাকে আরও সহজ-সরল ও নির্দিষ্ট লক্ষ্যবিশিষ্ট করে তোলাই লক্ষ্য।
ইউনিলিভারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ বছরের মধ্যে ৮৬৯ মিলিয়ন মার্কিন ডলার বাঁচানোর লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যবস্থার অংশ হিসেবেই সারা বিশ্বে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর মাধ্যমে যেমন খরচ বাঁচানোর পরিকল্পনা করা হচ্ছে, তেমনই লাভের পরিমাণও বেড়ে যাবে বলে আশা করছে গ্রুপটি।
ইউনিলিভারের কাঠামোয় বদল আসছে
ইউনিলিভারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউনিলিভার সংস্থায় যে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে, তার ফলে ৭,৫০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সারা বিশ্বে ইউনিলিভারের দপ্তরে যাঁরা কর্মরত, তাঁরা কর্মহীন হতে চলেছে। বিশ্বব্যাপী ইউনিলিভার যত অর্থ লাভ করে, তার ১.২ শতাংশ বাঁচানোর লক্ষ্যে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে এই পরিকল্পনা কার্যকর হতে চলেছে। এর ফলে ইউনিলিভার সংস্থা লাভবান হতে চলেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।