পাকিস্তানের পানিসংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ২৩টি বোতলজাত পানির ব্র্যান্ড মানবদেহের জন্য অনিরাপদ। কারণ এগুলোর মধ্যে জীবাণু বা রাসায়নিক দূষণ পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) পাকিস্তান কাউন্সিল ফর রিসার্চ ইন ওয়াটার রিসোর্সেস (পিসিআরডব্লিউআর) এ ঘোষণা দেয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তান সরকার পিসিআরডব্লিউআরকে প্রতি ত্রৈমাসিকে বোতলজাত/মিনারেল পানির ব্র্যান্ড পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছে এবং জনস্বার্থে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বলেছে।
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২১টি প্রধান শহর থেকে ২০৩টি বোতলজাত পানির নমুনা সংগ্রহ করা হয়।
পাকিস্তান স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটির (পিএসকিউসিএ) বোতলজাত পানির গুণমান মানদণ্ডের সঙ্গে পরীক্ষার ফলাফল তুলনা করে দেখা গেছে, ২৩টি ব্র্যান্ড মানবদেহে ব্যবহারের জন্য অনিরাপদ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। কারণ এতে জৈবিক বা রাসায়নিক দূষণ পাওয়া গেছে।
সোডিয়ামের উচ্চ মাত্রা থাকার কারণে এর মধ্যে ১১টি ব্র্যান্ড অনিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। এগুলো হলো: নিউ মেহরান, আকুয়া ১১১, নাইস পিওর ম্যাক্স, পিওর ড্রিংকিং ওয়াটার, লজিক, হিমালয়া কুল, ন্যাচারাল পিওর লাইফ, ন্যাচারাল, ফরএভার বোতলজাত পানীয় জল, ড্রিঙ্কলি পিওর ড্রিংকিং ওয়াটার, কুদরাত ওয়াটার।
৪টি ব্র্যান্ড-আটকো ড্রিংকিং ওয়াটার, আকুয়া নেস্ট, পানি, নিউ মাউন্টেনে আর্সেনিকের উচ্চ মাত্রা থাকার কারণে অনিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে।
এছাড়া ভে ফরএভার নামক একটি ব্র্যান্ড অনিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ এতে অনুমোদিত সীমার চেয়ে বেশি পটাশিয়াম ছিল।
আরও ৯টি ব্র্যান্ড-নোবেল পিওর ড্রিংকিং ওয়াটার, আকুয়া ১১১, ক্লিয়ার, ওয়াহ ওয়াটার, নাইস পিওর ম্যাক্স, আকুয়া কিং বোতলজাত জল, মা জী, ফ্রেশিন ড্রিংকিং ওয়াটার, আইসল্যান্ড- ব্যাকটেরিয়া দ্বারা দূষিত এবং পান করার জন্য অনিরাপদ হিসেবে বিবেচিত হয়েছে।
পিসিআরডব্লিউআর বলেছে, জনসাধারণকে উৎসাহ দেওয়া হচ্ছে, যেন তারা বিস্তারিত প্রতিবেদন দেখে বোঝেন যে তারা যে বোতলজাত পানির ব্র্যান্ড ব্যবহার করছেন সেটির পানির গুণমানের অবস্থা কী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।