আবির হোসেন সজল : সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সুজন কে জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ই জানুয়ারী) সকালে লালমনিরহাট জেলা কারাগারের মুল ফটক থেকে সদর থানা পুলিশ কামরুজ্জামান সুজন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ২৯ সেপ্টম্বর ২০২৪ সালে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে র্র্যাব তাকে গ্রেফতার করে।লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।এছাড়া লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ী ভাংচুর মামলায় এজাহার ভুক্ত আসামি কামরুজ্জামান সুজন।
দীর্ঘ ১৬ মাস লালবাগ থানার হত্যা মামলার আইনি লড়াই শেষে,১২ জানুয়ারী লালমনিরহাট আদালতে হামার বাড়ী ভাংচুর মামলায় জামিন প্রার্থনা করলে আদালত আবেদন গ্রহন করে তাকে জামিন দেয়। জামিনের সকল পক্রিয়া শেষ করে লালমনিরহাট জেলা কারাগার কতৃপক্ষ ১৩ই জানুয়ারী মঙ্গলবার সকালে তাকে মুক্তি দেয়।জেল গেট থেকে তাকে পুনরায় লালমনিরহাট সদর থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।
১৬ মাস দীর্ঘ কারাবরন শেষে মুক্ত আকাশে বের হবার আগেই সাবেক উপজেলা চেয়ারম্যান সুজন কে লালমনিরহাটের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সিক্স মার্ডার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃমতিন সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে সুমন খানের বাড়ীতে নিহত ছাত্র হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


