ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কোয়ার্টার গুলোতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় কোয়ার্টারে বসবাস করে আসছেন। সরকারি বিদ্যুৎ ব্যক্তিগতভাবে ব্যবহার করলেও বিল পরিশোধ করা হচ্ছে হাসপাতালের মিটার থেকে। এতে সরকারের লাখ লাখ টাকা অপচয় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরে জমিন তথ্য অনুসন্ধানে দেখা যায়, ওই স্বস্থ্য কমপ্লেক্সে ১৫ থেকে ২০ জন কর্মচারী কোয়ার্টারে বসবাস করছে বিনা ভাড়ায় এবং বিদ্যু ব্যবহার করছেন হাসপাতালের মিটার থেকে। যার কোনো বিলও পরিশোধ করতে হয় না তাদের। এতে প্রতি মাসে সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে।
সরকারি বিধি মোতাবেক বিনা ভাড়ায় কোয়ার্টার ব্যবহার এবং সরকারি মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করার কোনো বিধান না থাকলেও এ হাসপাতালের বেলায় এ অনিয়মেই যেন নিয়মে পরিণত হয়েছে।
হাসপাতালে ডাক্তারদের কোয়ার্টারগুলো তাদের মতে থাকার অনুপযোগী হওয়ায় কোনো ডাক্তারই হাসপাতালের কোয়ার্টারে থাকেন না। তবে এসব কোয়ার্টার পরিত্যক্ত করার কোনো সরকারি নির্দেশনার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ময়মনসিংহের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, সরকারিভাবে কোয়ার্টার গুলো এখন পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। তবে কয়েকটি কোয়ার্টার অনুপযোগী রয়েছে। হাসপাতালে বসবাসরত কর্মচারীদের সঙ্গে কথা হলে তারা জানান, এসব কোয়ার্টার ব্যবহার অনুপযোগী।
এস এ সি এম ও সোহেল রানা, গোলাম কিবরিয়া জাহিদ, মো. আরিফ জানান, তারা ২৫ শতাংশ বাসা ভাড়া দিয়ে আসছেন কিন্তু বিদ্যুৎ ব্যবহার করেও বিল পরিশোধ না করার ব্যপারে জিজ্ঞাসা করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
বর্তমানে কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্স, নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্য সহকারীরাই, ব্যবহার করে আসছে। দীর্ঘ দিন ধরে হাসপাতালের কোয়ার্টারে অনিয়মিতভাবে কর্মচারীরা বসবাস করে আসলেও তাদের কোনো বাসাভাড়া এমনকি বিদ্যুৎ বিল আদায় করা হয়নি। হাসপাতালের মিটার থেকে বিদ্যুতের বিল পরিশোধ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসাইন জানান, তিনি সদ্য এ কর্মস্থলে যোগদান করেছেন। এটি দীর্ঘ দিনের পুরোনো সমস্যা। দ্রুতই আলোচনার মাধ্যমে সমস্যা গুলোর সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় দুইদশক ধরে চলমান এই অনিয়ম এখন নিয়মে পরিনত হয়েছে। স্থানীয়দের প্রশ্ণ জনগণের টাকায় তৈরি কোয়ার্টার যদি কর্মচারীদের ব্যক্তিগত ভোগে যায় তবে এই অপচয়ের হিসাব কে দিবে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।