আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র বহন করায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের এক সিনেটরকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। চীনের বিশেষ এ প্রশাসনিক অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অস্ত্র রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
গত শনিবার (২১ অক্টোবর) গ্রেফতার হন সিনেটর জেফ উইলসল। তখন তিনি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। খবর সিএনএনের।
চার্জশিটে মার্কিন রাজনীতিবিদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় আইনে এ অপরাধের জন্য ১৪ বছর জেল ও ১২ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।
হংকংভিত্তিক গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, গত ২৩ অক্টোবর ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনে ছাড়া পান জেফ উইলসন।
মার্কিন এ রাজনীতিবিদের পুরো নাম স্টিফেন জেফ উইলসন। নিজস্ব ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, পাঁচ সপ্তাহের জন্য ছুটি কাটাতে দক্ষিণ এশিয়ার দেশটিতে আসেন। বেখেয়ালে লাগেজে পিস্তল রয়ে গিয়েছিলেন।
আরও জানান, এটি ভুল বোঝাবুঝি ছিল। আশা করছেন, শিগগিরই ছোট এ বিষয়ের অবসান ঘটবে।
সান ফ্রান্সিসকো থেকে হংকংয়ের আসার পথে উড়োজাহাজে লাগেজে অস্ত্রটি আবিষ্কার করেন জেফ। পোর্টল্যান্ড বিমানবন্দরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যাওয়ার সময়ও বুঝতে পারেননি ব্রিফকেসে পিস্তল রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।