মেসির দেশ আর্জেন্টিনাকে ৪৫০ রানে হারাল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় আগামী বছর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। আমেরিকা অঞ্চল থেকে এই টুর্নামেন্টে খেলার জন্য লড়ছে স্বাগতিক কানাডা,যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও বারমুডা। গতকাল বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনাকে স্রেফ উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

লিওনেল মেসির দেশকে ৪৫০ রানে হারায় যুক্তরাষ্ট্র। ৫১৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।

আর্জেন্টিনার ইনিংসে সর্বোচ্চ ১৮ রান আসে থিও ভ্রেউগেনিলের ব্যাট থেকে। এ ছাড়া ফেলিপে নেভেস করেন ১৫ রান। যুক্তরাষ্ট্রের হয়ে আর্জেন্টিনাকে একাই ধ্বসিয়ে দিয়েছেন আরিন নাদকার্নি। ২১ রানে ৬টি উইকেট শিকার করেন তিনি।

এর আগে, ভাভ্য মেহতার ১৩৬ ও ঋষি রমেশের ১০০ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে নির্ধারিত ৫০ ওভারে ৫১৫ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাছাইপর্বে এটি আর্জেন্টিনার টানা তৃতীয় হার। এর আগে কানাডার বিপক্ষে হারের ব্যবধান ছিল ৩৬৩ রানের। এছাড়া ৯ উইকেটে হেরেছে বারমুডার বিপক্ষেও।