টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আজ রবিবার (১৮ জানুয়ারি, ২০২৬) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৫৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
বল হাতে যুক্তরাষ্ট্রের ইনিংসের লাগাম টেনে ধরেন নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান। তারা তিনজন মিলেই নেন ৯ উইকেট। নাহিদা ৪ ওভারে ২৪ রানে ৪টি, রিতু ৪ ওভারে ২৪ রানে ৩টি ও রাবেয়া ৪ ওভারে ৩৪ রানে নেন ২টি উইকেট।
যুক্তরাষ্ট্রের চেতনা পাগ্যদ্যালা ৫ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন। রিতু সিংয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। মাত্র ১৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া দিশা ধিংগ্রা ২৩, মাহি মাধবান ১২ ও তারানুম চোপড়া করেন ১০ রান।
তার আগে বাংলাদেশের ইনিংসে ৩৯ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন শারমিন। সোবহানা মোস্তারি ২ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান। তাদের বাইরে দিলারা আক্তা ও জুয়াইরিয়া ফেরদৌস প্রত্যেকে ১৭টি করে রান করেন। এছাড়া শর্না আক্তারের ব্যাট থেকে আসে ১৬টি রান।
বল হাতে যুক্তরাষ্ট্রের মাহি মাধবান ৪ ওভারে ২৩ রানে ৩টি উইকেট নেন। ইসানি ভাগেলা ৪ ওভারে ২৭ রানে নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন শারমিন আক্তার।
গ্রুপপর্বে পরের ম্যাচে মঙ্গলবার পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার খেলবে নামিবিয়ার বিপক্ষে। আর শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


