Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিলুপ্তির শেষ ধাপে যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত উন্নয়ন সংস্থা ইউএসএআইডি
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক

বিলুপ্তির শেষ ধাপে যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত উন্নয়ন সংস্থা ইউএসএআইডি

আন্তর্জাতিক ডেস্কSaiful IslamAugust 30, 2025Updated:August 30, 20252 Mins Read
Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত উন্নয়ন সংস্থা ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংস্থাটির বিলুপ্তির দায়িত্ব ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের (অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বা ওবিএম) হাতে তুলে দেওয়ার কথা শুক্রবার (২৯ আগস্ট) নিশ্চিত করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

USAID

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ইউএসএআইডি বহু আগেই পথ হারিয়ে ফেলেছে। সংস্থাটির মৌলিক গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে এর বিলুপ্তির শেষ ধাপে নিয়ে যাওয়া হয়েছে। এখন চূড়ান্ত পরিণতির দায়িত্ব নেবেন ওবিএমের পরিচালক রাস ভট।

বৈশ্বিক উন্নয়নের জন্য মার্কিন সহায়তার প্রতীক হয়ে ওঠা সংস্থাটি এখন ওবিএমের সিদ্ধান্তের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির অপেক্ষা করছে।

চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউজের মসনদে ফিরে ইউএসএআইডির ওপর খড়্‌গহস্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকার পরিচালিত বৈদেশিক সহায়তা সংস্থাটির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, চরমপন্থি উন্মাদদের পরিচালিত সংস্থাটি নজিরবিহীন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। রক্ষণশীল মার্কিন রাজনীতিবিদরা বরাবরই ইউএসএআইডির বিরুদ্ধে বিদেশের মাটিতে উদারপন্থি (লিবারেল) অ্যাজেন্ডা চাপিয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে আসছেন।

উল্লিখিত অভিযোগ এবং সরকারি অর্থ সাশ্রয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে ইউএসএআইডির হাজারো কর্মীকে বরখাস্ত হয়েছেন বা বাধ্যতামূলক ছুটিতে আছেন। এছাড়া, শত শত কোটি ডলারের চুক্তি বাতিল বা স্থগিত রাখা হয়।

তহবিল স্থগিতের প্রতি ইঙ্গিত করে এক্স স্ট্যাটাসে রুবিও লিখেছেন, জানুয়ারি থেকে আমরা করদাতাদের শত শত কোটি ডলার বাঁচিয়ে দিয়েছি।

এদিকে, সংস্থাটি বন্ধের প্রক্রিয়া শুরুর পর থেকেই এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রব্যাপী একাধিক মামলা রুজু করা হয়। এসব মামলার বাদীপক্ষে সাবেক কর্মী থেকে শুরু করে অনেক অলাভজনক সংস্থাও ছিল।

অবশ্য যুক্তরাষ্ট্রের বাইরেও ইউএসএআইডির বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা রয়েছে। যেমন সম্প্রতি স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি নেটওয়ার্কের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অরবান তো এককাঠি সরেস। তিনি এসব কথিত নেটওয়ার্কের বিনাশের আহ্বান জানান।

চলতি সপ্তাহে সংস্থাটির সাবেক প্রশাসক সামান্থা পাওয়ারের ফাঁস হয়ে যাওয়া একটি ফোনকলে এসব অভিযোগ আরও ঘনীভূত হয়। ওই কলে তিনি স্বীকার করেন, ইউরোপীয় ইউনিয়নপন্থি মলদোভান প্রেসিডেন্ট মাইয়া সানদুকে সমর্থন দেওয়ার জন্য তারা কোটি কোটি ডলার পাঠিয়েছিল। ইউক্রেনের জন্য বরাদ্দ ইউএসএআইডি বাজেটের একাংশ এবং মলদোভার জন্য আলাদাভাবে বরাদ্দ অর্থ মিলিয়ে ওই তহবিল গঠন করা হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
US aid organization US development agency USAID USAID dissolution আন্তর্জাতিক ইউএসএআইডি ইউএসএআইডি বিলুপ্তি উন্নয়ন: ধাপে বিতর্কিত বিলুপ্তির মার্কিন উন্নয়ন সংস্থা মার্কিন সাহায্য সংস্থা মার্কো রুবিও মার্কো রুবিও updates মার্কো রুবিও খবর যুক্তরাষ্ট্রভিত্তিক শেষ! সংস্থা
Related Posts
ব্রিটিশ মা

অতিরিক্ত স্তন্য উৎপাদন, ১০ লিটার দুধ দান করেন ব্রিটিশ মা

December 21, 2025
সম্পদ অর্জনে নতুন মাইলফলক

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁল ৭৪৯ বিলিয়ন ডলার

December 21, 2025
৭টি হাতির মৃত্যু

আসামে ট্রেনের ধাক্কায় শাবকসহ ৭ হাতির মৃত্যু

December 21, 2025
Latest News
ব্রিটিশ মা

অতিরিক্ত স্তন্য উৎপাদন, ১০ লিটার দুধ দান করেন ব্রিটিশ মা

সম্পদ অর্জনে নতুন মাইলফলক

ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদের অঙ্ক ছুঁল ৭৪৯ বিলিয়ন ডলার

৭টি হাতির মৃত্যু

আসামে ট্রেনের ধাক্কায় শাবকসহ ৭ হাতির মৃত্যু

আমিরাতে দেখা গেল পবিত্র রজবের চাঁদ

আরবে দেখা গেছে রজবের চাঁদ, শুরু রমজানের ক্ষণগণনা

ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

moon

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, দুই মাস পর রমজান

Hadi

শহীদ হাদির মৃত্যুতে যা বলল কমনওয়েলথ

Amirat

গোপনে ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মহাকাশ

পৃথিবীর এই ৫টি স্থান মহাকাশ থেকেও দেখা যায়

পোশাক

এই গ্রামের কেউই পড়েনা পোশাক, ঘুরছেন খোলা শরীরেই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.