লাইফস্টাইল ডেস্ক : চুলের আর্দ্রতা বজায় রাখতেও এই ভিটামিন ই-য়ের জুড়ি নেই। দ্রুত ফল পেতে সঠিক ব্যবহার জেনে নেওয়া উচিত। নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে ব্যবহার করুন। তাতে ভাল ফল পাবেন। সপ্তাহে একদিন এই ক্যাপসুল ব্যবহার করে দেখুন, ফল পাবেন।
চুলের জন্য অনেকেই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন। চুলের জন্য এই ভিটামিনের জুড়ি নেই।
চুল পড়ার সমস্যা মিটিয়ে, নতুন চুল গজাতে সাহায্য করে এই ক্যাপসুল। পাশাপাশি ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই ভিটামিন।
হেয়ার ফলিকলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই ভিটামিন। এ ছাড়া চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে।
চুলে পর্যাপ্ত পুষ্টি জোগায় এই ভিটামিন। চুলের গোড়া মজবুত করতে এই ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই ভিটামিন। পাশাপাশি দূষণ ও ধুলো-ময়লা থেকে চুলকে রক্ষা করে।
চুলের ডগা ফাটার সমস্যাকে একেবারে রুখে দেয় এই ভিটামিন। যাঁদের চুল ডগা ফাটার সমস্যা রয়েছে তাঁরা এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে দেখতে পারেন।
চুলের আর্দ্রতা বজায় রাখতেও এই ভিটামিন ই-য়ের জুড়ি নেই। দ্রুত ফল পেতে সঠিক ব্যবহার জেনে নেওয়া উচিত। (ছবি:Pinterest)
নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে ব্যবহার করুন। তাতে ভাল ফল পাবেন। সপ্তাহে একদিন এই ক্যাপসুল ব্যবহার করে দেখুন, ফল পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।