বিনোদন ডেস্ক : গত বছর অক্টোবর মাসে মুম্বইয়ের সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা Cordelia Cruise থেকে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল NCB। তবে তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ না মেলায় চলতি বছরের মে মাসেই ক্লিন চিট দেওয়া হয় আরিয়ানকে। বর্তমানে ভাই-বোনের হাত ধরে আবারও সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করেছেন আরিয়ান। এসেই সুহানাকে ফ্রেম থেকে সরিয়ে চর্চার কেন্দ্রে তিনি।
মাদককাণ্ডে ক্লিন চিট মিলেছে বেশ কিছুদিন হল। এবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সপ্তাহখানেক আগে সুহানা এবং আব্রাম খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে় ইনস্টাগ্রামে কামব্যাক করেছেন Aryan। ক্যাপশনে লিখেছিলেন, “হ্যাট-ট্রিক।” ওইদিন একটি নয়, বরং দু’টি ছবি পোস্ট করেছিলেন আরিয়ান। একটি ছবিতে তাঁর আব্রাম এবং সুহানার সঙ্গে দেখা গিয়েছে। অপরটিতে আরিয়ান-আব্রামের ক্লোজ শট ছবি রয়েছে। তবে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ছবিটিতে সুহানাও ছিলেন। কিন্তু, তাঁকে ক্রপ করা হয়েছে। বিষয়টি প্রথমে চোখে পড়েনি। তবে Suhana Khan-ই বিষয়টি নিয়ে মন্তব্য করে তা লাইমলাইটে আনলেন। আরিয়ান ছবিটি আপলোড করার পর প্রথমে সুহানা লিখেছিলেন, “লাভ ইউ।” এর সঙ্গে লাভ ইমোজিও জুড়ে দেন তিনি। পরক্ষণেই লেখেন, “থ্যাংকস ফর দ্য ক্রপ!” বাংলায় যার আক্ষরিক অর্থ, “আমাকে ক্রপ করার জন্য ধন্যবাদ!”
ভাইবোনের এই খুনসুটি কিন্তু মনে ধরেছে নেটিজেনদের। সুহানার কমেন্টের পরিপ্রেক্ষিতে কেউ ROFL Emoji এঁকে দিলেন। কেউ লিখলেন, “এ বাবা! আপনাকে বাদ দিয়ে দিল দুই ভাই?” কারও মন্তব্য, “ভাইবোনের মধ্যে এরকম সম্পর্কই তো বাঞ্চনীয়।” কেউ আবার লিখলেন, “এখনই সাবধান হয়ে যান। কোনদিন সম্পত্তি থেকেও বাদ পড়বেন।” যদিও গোটা ব্যাপারটিই কিন্তু মজার ছলে হচ্ছে। সকলেই হাসি-মশকরার ইমোজি ব্যবহার করে নিজেদের অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছেন। একের পর এক মন্তব্যের জেরে আবারও ট্রেন্ড করতে শুরু করেছে আরিয়ানের ছবি। স্বাভাবিকভাবেই ওই পোস্ট নিয়ে চর্চাও বাড়ছে।
আরিয়ান ওই পোস্ট করার পরেই ছেলের কাছে মজাদার এক আবদার করেছিলেন বলিউডের বাদশা Shah Rukh Khan-ও। কমেন্টে লিখলেন, “আমার কাছে এই ছবি কেন নেই? এখুনি পাঠাও আমাকে।” বাবার মন্তব্যের পালটা উত্তর দিয়ে আরিয়ান লেখেন, “দ্বিতীয়বার যখন পোস্ট করব পাঠিয়ে দেব।”
বর্তমানে কিং খানের তিন সন্তানকে হাসিখুশি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কিছুদিন আগে পর্যন্ত মন্নতের আকাশে কালো মেঘের ছায়া ছিল। তবে গত ২৮ মে আরিয়ানকে ক্লিন চিট দেয় NCB। এরপরেই চাপমুক্ত হন Aryan Khan। যদিও ভাবমূর্তি নষ্ট হওয়ায় আরিয়ানকে মাঝেমধ্যে ভর্ৎসনার মুখেও পড়তে হয়। যদিও এখন তিনি চিত্রনাট্যকার হিসেবে কেরিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, তিনি আমেরিকায় পাড়ি দিতে পারেন। পাসপোর্টও ফিরে পেয়েছেন ইতিমধ্যেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।