জুমবাংলা ডেস্ক : বিভিন্ন কারণে অনেক পরিবার সন্তান দত্তক নিতে চান কিংবা নিয়েছেন। এই প্রক্রিয়ায় অসংখ্য গৃহহীন শিশু নতুন বাবা-মা ও আশ্রয়ের খোঁজ পেয়েছে। কিন্তু দত্তক নেয়া শিশুদের নিয়ে নানা কারণে বিভিন্ন আইনি বাধার মুখোমুখি হতে হয় বাবা-মা’কে। বাংলাদেশে দত্তক নেওয়ার কোনো নির্দিষ্ট আইন নেই।
বিশেষ করে, ভালো নেই সন্তান দত্তক নেয়া এ মায়েরা। অসীম যত্নে লালন পালন করেও পুরোপুরি মা হতে পারছেন না তারা। শিশু গর্ভে ধারণ না করার কারণে সমাজের অনেকের কাছে এবং মুসলিম পারিবারিক আইনে তারা মা হয়েও মা নন। এখন অভিভাবকত্বটুকু পান কিন্তু সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা আছেই। আইনজ্ঞরা জানান, সমস্যা সমাধানে সব ধর্মের সমন্বিত আইন করা দরকার।
ভূতের গল্প ভারি পছন্দ আরোয়ার। কিন্তু বইগুলো খুললেই ভূত নাকি হাতে কামড় দিয়ে বসে! তাই সেই গল্পটা পড়ে দিতে মাকেই চাই। আবার টিভিতে প্রিয় মিউজিকটা চালু হলেই মায়ের সাথে নাচ শুরু। লজ্জা, কিংবা ভয়ে লুকানোর আশ্রয়টাও মা-ই। মায়ের গা ঘেঁষে না শুলে ঘুমটাই হয় না।
এদিকে মা দিবসে মায়ের জন্য নিজ হাতে কার্ড বানিয়েছে শাযিয়া মোস্তাফিজ রাইদা। পরীক্ষার প্রস্তুতির জন্যও তার মাকেই লাগবে। সুন্দর জীবনের স্বপ্নটা মাই তাকে দেখতে শিখিয়েছে।
আর দশটা মায়ের মত তাদের সবটুকু স্নেহ, সুরক্ষা, যত্ন দিয়ে লালন পালন করেন ফাতমাতুন আরোয়ার মা নাঈমা সুলতানা কিংবা শাযিয়া মোস্তাফিজ রাইদার মা শারিয়া মোস্তাফিজ সিমি। মুসলিম আইন এবং সমাজের একাংশ তাদের মা বলতে রাজী নন। কারণ তারা সন্তানকে গর্ভেধারণ করেননি।
আইনের জটিলতা পেরিয়ে অভিভাবকত্ব পেলেও তাদের আইন অনুযায়ি এই সন্তানরা পালক বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকার নন। তাই বিকল্প সমাধানটা খুঁজে নিয়েছেন তারা। সেই পথেই হাঁটেন তারা।
বহুদিন ধরে ‘দত্তক নেয়া শিশুদের’ ধর্ম নির্বিশেষে সম্পত্তিসহ সব অধিকার চেয়ে আসলেও ফলাফলটা শূণ্য-বলছেন এ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। আইনের মারপ্যাচে নাকাল এই সন্তানদের মায়েরা তবু স্বপ্ন দেখেন একদিন সমাজ আইন তাদেরও এই শিশুদের মা বলেই মানবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।