ভালোবাসায় আর্জেন্টিনায় বীর-বরণ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী মেসিরা যখন বুয়েন্স আয়ার্সে বিমানে অবতরণ করলেন, আর্জেন্টিনায় তখন গভীর রাত। আর সেই রাতের তমশা ভেদ করেই আর্জেন্টিনায় তখন গণজোয়ার।

আর্জেন্টিনায়

বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে কোনো কমতিই রাখে আর্জেন্টাইনরা। স্লোগান আর গানে মেসিদের বীরত্বকে বরণ করেছে রাতের বুয়েন্স আয়ার্স।

মেসিরাও ভালোবাসার প্রতিদান দিয়েছেন হাত নেড়ে, ছাদখোলা বাস থেকে।

মেসিদের আনন্দের দিনে আর্জেন্টিনায় চলছে সাধারণ ছুটি।

দীর্ঘদিন প্যারাসিটামল খেলে যা ঘটবে আপনার শরীরে

খানিক বিশ্রামের পর মেসিরা মঙ্গলবার বিকেলে আবারও যোগ দেবে মানুষের সাথে শিরোপা উদযাপনে।